নিয়মিত ভিজিট করলে চাকুরিই আপনাকে খুঁজে নিবে

Blogger দ্বারা পরিচালিত.

রাসায়নিক দ্রব্য ব্যবহারের নির্দেশনা

রাসায়নিক দ্রব্য ব্যবহারের সময় শ্রমিকদের যাতে কোন সমস্যা না হয় সেজন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষ নিুলিখিত বিষয় গুলি সম্পর্কে সুস্পষ্ঠভাবে অবহিত করেছে :

০১. সকল রাসায়নিক দ্রব্যকে আলাদাভাবে নাম লিখে উপযুক্ত স্থানে সংরক্ষন
     করতে হবে ।
০২. সকল রাসায়নিক দ্রব্যকে নিরাপদ দূরত্বে চিহ্নিত করে রাখতে হবে ।
০৩. রাসায়নিক দ্রব্য রাখার স্থানে ধুমপান এবং যে কোন ধরণের অগ্নি উৎস হতে
      সর্বদা দূরে থাকতে হবে।
০৪. রাসায়নিক দ্রব্যের নিকটবর্তি স্থানে অগ্নি নির্বাপক যন্ত্র রাখতে হবে।
০৫. রাসায়নিক দ্রব্য ব্যবহারের পূর্বে অবশ্যই আতœরক্ষামূলক হাত মোজা, চশমা
      এবং মুখোশ ব্যবহার করতে হবে।

০৬. রাসায়নিক দ্রব্য ব্যবহারের সময় যাহাতে কোন রাসায়নিক বাইরে পড়ে না
      থাকে সেদিকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।
০৭. তরল রাসায়নিক ব্যবহারের পর ফ্লোর/মেঝে এবং পাত্রের উপরিভাগে উচ্ছিষ্ঠ        
      রাসায়নিক শুকনো স্পঞ্জ/ শুকনো কাপড় দিয়ে দ্রুত পরিস্কার করতে হবে।
০৮. শুন্য রাসায়নিক কন্টেইনার / কার্টুন কে নিক্ষিপ্ত  অবশিষ্টাংশ ও অন্য যে কোন
      কারনের জন্য কাটা যাবে না।
০৯. কর্তৃপক্ষ কর্তৃক প্রশিক্ষিত ব্যক্তি ছাড়া রাসায়নিক দ্রব্য ব্যবহার সম্পূর্ণরুপে                    
      নিষিদ্ধ।
১০. রাসায়নিক ব্যবহার ও সংরক্ষণ এলাকায় এ ব্যাপারে সতর্কবাণী প্রদর্শিত
     আছে।
১১.এম,এস,ডি,এস এর ব্যাপারে সকল শ্রমিকগণকে প্রশিক্ষন দিতে হবে।

Share :

Facebook Twitter Google+
0 Komentar untuk "রাসায়নিক দ্রব্য ব্যবহারের নির্দেশনা"

Back To Top