নিয়মিত ভিজিট করলে চাকুরিই আপনাকে খুঁজে নিবে

Blogger দ্বারা পরিচালিত.

কমিটি নির্বাচনের প্রার্থীর যোগ্যতা ঘোষনা করা


কমিটি নির্বাচনের প্রার্থীর যোগ্যতা  ঘোষনা করা



এতদ্বারা মোঃ রফকিুল লটেস্টে ইনফরমশেন গ্রুপ।লিঃ-এর সকল কর্মকর্তা, কর্মচরী এবং শ্রমিকবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অত্র প্রতিষ্ঠানের উৎপাদনের গুনগত মান, উৎপাদনের গতিশীলতা বৃদ্ধি ও আর্ন্তজাতিক মান অক্ষুন্ন রেখে ক্রেতার সকল চাহিদা পুরনের মাধ্যমে মুক্ত বাজার অর্থনীতিতে কারখানাকে লাভজনক প্রতিষ্ঠানে রূপ দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠানের প্রতি শ্রমিকগনের অঙ্গিকার ও দায়িত্ব বোধ জাগ্রত করার উদ্দেশ্য বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ২০৫-২০৮ ধারা মোতাবেক বিগত ২৯/০৯/২০১৪ ইং তারিখে গঠিত অংশগ্রহন কমিটির অনেক সদস্য চাকুরী ছেড়ে চলে যাওয়ায় এবং কমিটিকে আরও বেশী সময় উপযোগী করার লক্ষ্যে গত ২০/১১/২০১৭ ইং তারিখে অনুষ্ঠিত অংশগ্রহনকারী কমিটির মিটিং এর সর্বসম্মত সিদ্ধন্ত মোতাবেক আগামী ১৫/১২/২০১৭ ইং তারিখ রোজ সোমবার নতুন কমিটি গঠনের লক্ষে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কার্য-সম্পাদনের উদ্দ্যেশ্য ইতিমধ্যে তফসিল ঘোষনা করা হয়েছে এবং তফসিলে বর্ণিত বিধিমালা মোতাবেক নির্বাচন প্রক্রিয়া সস্পন্ন হবে।

অংশগ্রহনকারী কমিটি গঠনের নীতিমালার শর্ত আনুযায়ী শ্রমিকদের পক্ষ হতে নির্ধারিত আসনে সাধারন ভাবে মনোনিত প্রার্থিদের মধ্যে ভোটের মাধ্যমে সর্বাধিক ভোট প্রাপ্তি প্রাথীকে চুরান্ত ভাবে নির্বাচিত ঘোষনা করা হবে।


আসন বন্টণ

সেকশন বা বিভাগ সদস্য সংখ্যা মন্তব্য

১ কাটিং সেকশন ০১ জন
 প্রার্থীর যোগ্যতা  ঘোষনা করা


২ ফিনিশিং সেকশন ০১ জন

৩ কোয়ালিটি সেকশন ০১ জন

৪ সুইং সেকশন ০৩ জন


সুতারাং নির্বাচনে প্রতিদ্বন্দিতা করতে ইচ্ছুক সকল কে আগামী ২৯/১১/২০১৭ ইং তারিখ সকাল ১০ ঘটিকা হতে ৩০/১১/২০১৭ ইং তারিখ বিকাল ০৪ ঘটিকার মধ্যে নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয় হতে নির্ধারিত মনোনয়ন ফর্ম সংগ্রহ করা যাবে (বিনা মূল্যে)। আগামি ০১/১২/২০১৭ ইং তারিখ দুপুর ০২ ঘটিকার মধ্যে উল্লেখিত দপ্তরে মনোনয়ন পত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া যাচ্ছে। উল্লেখ্য যে, অসম্পূর্ণ এব ত্রুটিপূর্ণ মনোনয়ন পত্র বাতিল বলে গণ্য হবে। আরো উল্লেখ্য যে, যদি কোন আসনে এক এর অধিক মনোনয়ন পত্র জমা না দিতে পারে তবে উক্ত একজন মনোনয়ন পত্র জমাদানকারীকে বিজয়ী বলে ঘোষনা করা হবে।


ধন্যবাদান্তে,


পরিচালক

মোঃ সরুশ  লোটেস্টে ইনফরমশেন গ্রুপ।



০১. পরিচালক

০২. সকল বিভাগীয় প্রধান

০৩. পরিচালক শ্রম অধিদপ্তর

লিঃ-এর অংশগ্রহনকারী কমিটি নির্বাচনের জন্য তফসীল ঘোষনা করা হলো।


নির্বাচনের তারিখ :১৫/১২/২০১৭ ইং রোজ সোমবার সকাল ০৯ (নয়) ঘটিকা হতে বিকাল ৩.৩০ ঘটিকা পর্যন্ত নির্বাচন কার্য অনুষ্ঠিত হবে।

মনোনয়নঃ-


১. মনোনয়ন পত্র সংগ্রহ : আগামী ২৯/১১/২০১৭ ইং তারিখ হতে আগামী ৩০/১১/২০১৭ ইং তারিখ দুপুর ০২ ঘটিকা পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ করা যাবে।

২. মনোনয়ন পত্র জমাদান ঃ আগামী ০১/১২/২০১৭ ইং তারিখ দুপুর ০২ ঘটিকা পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেওয়া যাবে উক্ত সময়ের পরে আর কোন মনোনয়ন পত্র গ্রহন করা হবেনা।

৩. যে কোন ভোটার অংশগ্রহনকারী কমিটিতে একজন যোগ্য প্রতিনিধির নাম প্রস্তাব এবং সমর্থন করতে পারবেন।

৪. নির্বাচন পরিচালনা কমিটি কর্তৃক সরবরাহ কৃত মনোনয়ন পত্র প্রস্তাবক, সমর্থক এবং প্রার্থী কর্তৃক স্বাক্ষরিত হতে হবে।

৫. প্রতেক মনোনয়ন পত্র মনোনয়ন দাখিলের নির্ধারিত দিবসে অথবা উহার পূর্বে প্রার্থী অথবা তাহার প্রস্তাবক অথবা তাহার সমর্থক কর্তৃক নির্বাচন পরিচালনা কমিটির নিকট দাখিল করতে হবে। নির্বাচন পরিচালনা কমিটি মনোনয়ন পত্র বাছাইয়ের সময় লিখিত স্বীকার পত্রের মাধ্যমে মনোনয়ন পত্রগ্রহন করিবে। মুধু মাত্র চুরান্ত বাছাইকৃত যোগ্য মনোনয়নের উপর নির্ধারিত তারিখে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য যে ত্রুটিপূর্ন এবং অসর্ম্পন্ন মনোনয়ন পত্র বাতিল বলে গন্য হবে।



অংশগ্রহনকারী কমিটিতে প্রতিনিধি নির্বাচিত হওয়ার জন্য প্রার্থীর যোগ্যতাঃ


১. যে কোন স্থায়ী শ্রমিক ( অত্র কোম্পানিতে যার চাকুরীর বয়স কমপক্ষে এক বছর ) অংশগ্রহনকারী কমিটিতে প্রতিনিধিত্ব করার জন্য প্রার্থী হতে পারবেন।

২. শুধু মাত্র নিজেদের আসনে বা কোটায় প্রার্থী হতে পারবেন।


ভোটার হওয়ার জন্য যোগ্যতা ঃ-


১. সাময়িক বা বদলী শ্রমিক ব্যতিত অন্য সকল শ্রমিক যারা কমপক্ষে তিন মাস চাকুরী করিয়াছেন, তারা প্রতেকেই অংশগ্রহনকারী কমিটিতেশ্রমিক প্রতিনিধি নির্বচনে ভোট দিতে পারবেন।

২. ভোটার তালিকার প্রতি লিপি কারখানার নোটিশ বোর্ডে বা কোন প্রকাশ্য স্থানে প্রদর্শিত হবে।


বাছাই বা ছাটাই :

১. মনোনয়ন প্রার্থীগন, তাদের প্রস্তাবকারীগন অথবা তাদের ক্ষমতা প্রাপ্ত অন্য কোন ব্যক্তি উপস্থিত থাকতে পারবেন।

২. নির্বাচন কমিটির উপবিধি (০১) অনুযায়ী মনোনয়ন পত্র বাছাই-এর সময় উপস্থিতি মনোনয়ন পত্রসমুহ পরীক্ষা করনে এবং যে কোন মনোনয়ন পত্র সম্পর্কে কোন ব্যাক্তি কোন আপত্তি উপস্থাপন করিলে তাহা নিস্পত্তি করিবেন।


৩. নির্বাচন পরিচালনা কমিটি যে কোন মনোনয়ন পত্রবাতিল করার ক্ষমতা সংরক্ষন করেন। যদি তারা এ মর্মে নিশ্চিত হন যে,

ক. প্রার্থী নির্বাচনী আইন বা নির্বাচনী বিধি অনুযায়ী শ্রমিকদের প্রতিনিধি হওয়ার অযোগ্য, অথবা

খ. নির্বাচনী আইনের কোন বিধি বা বিধান মান্য করা হয়নি।



নির্বাচনে ভোট দান :


১. মনোনয়ন পত্র বাছাইয়ে যে সকল মনোনয়ন পত্র বৈধ বলে গৃহিত হবে এবং তাহাদের সংখ্যা যদি নির্বাচিত প্রতিনিধির সমান হয় সে ক্ষেত্রে নির্বাচন কমিটি বিজ্ঞপ্তি দ্বারা সকল প্রার্তীকে নির্বাচিত ঘোষনা করবেন।

২. যদি কোন শ্রেনী, শাখা অথবা বিভাগেরনির্ধারিত আসনের চেয়ে প্রার্থীর সংখ্যা বেশী হয় সে ক্ষেত্রে নির্বাচনের জন্য নির্ধারিত তারিখে গোপন ব্যালটে ভোট অনুষ্ঠিত হবে।

৩. প্রতেক ব্যালটে প্রার্থীর নাম, সেকশন ও বরাদ্দকৃত প্রতিক উল্লেখ্য থাকিবে।

৪. ভোট গ্রহনের সময় প্রার্থী, অথবা তার প্রস্তাবকারগন অথবা তাদের ক্ষমতা প্রাপ্ত একজন প্রতিনিধি উপস্থিত থাকতে পারবেন।


৫. ভোট গননা শেষে নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও প্রার্থীর প্রতিনিধিদের সম্মুখে ভোট গননা করে ফলাফল ঘোষনা করবেন এবং উপস্থিত প্রার্থীর বা তার প্রতিনিধির স্বাক্ষর সহ মালিকের নিকট প্রকাশ করিবেন।




Share :

Facebook Twitter Google+
0 Komentar untuk "কমিটি নির্বাচনের প্রার্থীর যোগ্যতা ঘোষনা করা "

Back To Top