নিয়মিত ভিজিট করলে চাকুরিই আপনাকে খুঁজে নিবে

Blogger দ্বারা পরিচালিত.

কমিটির কার্যপরিধি




কমিটির কার্যপরিধি 

 প্রচার শাখা কারিগরি কমিটির সাচিবিক সহায়তা প্রদান করবে।

 জাতীয় দৈনিক/অধিদপ্তরের ওয়েবসাইটে মনোনয়ন/আবেদনপত্র আহবান করে বিজ্ঞপ্তি প্রকাশ।

 নির্ধারিত মূল্যায়পত্র অনুসরণ করে আবেদনসমূহ মূল্যায়নের উদ্যোগ গ্রহণ করবে।

 বিভাগীয় কমিটি থেকে প্রাপ্ত আবেদনপত্রসমূহ যাচাই/বাছাই এবং প্রয়োজনে সরেজমিন পরিদর্শনপূর্বক প্রতি ক্যাটাগরিতে সর্বোচ্চ ৩টি আবেদনের জাতীয় কমিটিতে সুপারিশ প্রেরণ করবে।


জাতীয় কমিটি :

  • মাননীয় মন্ত্রী, পরিবেশ ও বন মন্ত্রণালয় - আহবায়ক
  • মাননীয় উপ-মন্ত্রী, পরিবেশ ও বন মন্ত্রণালয় - সদস্য 
  •  সচিব, পরিবেশ ও বন মন্ত্রণালয় - সদস্য
  •  সচিব, কৃষি মন্ত্রণালয় - সদস্য
  • সচিব, বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ - সদস্য
  • সচিব, পানিসম্পদ মন্ত্রণালয় - সদস্য
  •  সচিব, স্থানীয় সরকার বিভাগ - সদস্য
  •  সচিব, ত্রাণ ও দুর্যোগ ব্যব¯হাপনা বিভাগ - সদস্য
  • সচিব, শিল্প মন্ত্রণালয় - সদস্য
  •  সচিব, জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগ - সদস্
  • . প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধি (মহাপরিচালক পর্যায়ের নিচে নয়) - সদস্য 
  • মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তর - সদস্য
  •  প্রধান বন সংরক্ষক, বন অধিদপ্তর - সদস্য
  • প্রধান প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর - সদস্য
  •  প্রধান প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর - সদস্য
  • পরিচালক, বাংলাদেশ ন্যাশনাল হার্বেরিয়াম - সদস্য
  •  ডীন, বিজ্ঞান অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় - সদস্য
  •  ডীন, জীব বিজ্ঞান অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় - সদস্য
  •  কান্ট্রি রিপ্রেজেনটেটিভ, আইইউসিএন 
  •  সভাপতি, বাংলাদেশ উন্নয়ন পরিষদ - সদস্য 
  • শ্রমিক ও মালিকের মধ্যে পারস্পারিক আস্থা ও বিশ্বাস, সমঝোতা এবং সহযোগীতা বৃদ্ধির প্রচেষ্টা চালানো।
  1.  শ্রম আইনের প্রয়োগ নিশ্চিত করা। 
  2. শৃংখলাবোধে উৎসাহিত করা, নিরাপত্ত্, পেশাগত স্বাস্থ্য রক্ষা এবং কাজের অবস্থার উন্নতি বিধান ও সংরক্ষনের ব্যবস্থা করা।
  3. বৃত্তিমূলক প্রশিক্ষন, শ্রমিক শিক্ষা এবং পরিবার কল্যান প্রশিক্ষনে উৎসাহিত করা।
  4. শ্রমিক এবং তাহাদের পরিবারবর্গের প্রয়োজনীয় কল্যানমূলক ব্যবস্থা গ্রহন করা।
  5. উৎপাদন লক্ষ মাত্রা অর্জন, উৎপাদনশীলতা বৃদ্ধি, উৎপাদন খরচ হ্রাস এবং অপচয় রোধ ও উৎপাদিত দ্রব্যের মান উন্নত করা


ধারা ২০৭ অনুযায়ী কমিটির সভা :

১. ধারা ২০৬-এর অধীন কার্যাবলী সম্পাদনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থার সুপারিশ করা ও তৎসম্পর্কে আলোচনা ও মতবিনিময়ের জন্য অংশগ্রহনকারী কমিটি প্রতি দুই মাসে অন্তত একবার মিলিত হইবে।

অংশগ্রহনকারী কমিটির প্রত্যেক সভার কার্য-বিবরণী, সভা অনুষ্ঠানের সাত দিনের মধ্যে, শ্রম পরিচালকের নিকট প্রেরণ করিতে হইে

ধারা ২০৮ মোতাবেক কমিটির সুপারিশ বাস্তবায়ন : 

১. অংশ গ্রহনকারী কমিটির সুনির্দিষ্ঠ সুপারিশ বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠানের মালিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করিবে।
২. যদি কোন কারণে মালিক অংশগ্রহনকারী কমিটির সুপারিশমালা বাস্তবায়ন করিতে অসুবিধা বোধ করেন, তাহা হইলে তৎসম্পর্কে কমিটিকে অবহিত করিতে হইবে এবং যথা-শীঘ্র উহা বাস্তবায়নের জন্য প্রচেষ্টা গ্রহন করিতে হইবে।

Share :

Facebook Twitter Google+
0 Komentar untuk "কমিটির কার্যপরিধি "

Back To Top