নিয়মিত ভিজিট করলে চাকুরিই আপনাকে খুঁজে নিবে

Blogger দ্বারা পরিচালিত.

চুক্তির শর্তাবলী



চুক্তির শর্তাবলী 




২০১৭ ইং সালের, ১ জানুয়ারী রোজ রবিবার এই দ্বিপাক্ষিক চুক্তিপত্র সম্পন্ন করা হইল যে,

চুক্তির শর্তাবলী

২য় পক্ষ ফ্যাক্টরীর ব্যক্তি বস্তু এবং তথ্যের নিরাপত্তা রক্ষায় সংক্রান্ত সকল নিরাপত্তামূলক ব্যবস্থা, কোম্পানীর আচরণবিধি ও আইনগত বিধিমালা, সোস্যাল কমপ্লায়েন্সের নিয়মাবলী এবং টেকনিক্যাল কমপ্লায়েন্সের বিধানাবলী সম্পুর্ণভাবে মানিয়া চলে। ১ম পক্ষ কোম্পানীর আচরণবিধি ও আইনগত বিধিমালা সোস্যাল কমপ্লায়েন্সের নিয়মাবলী এবং টেকনিক্যাল কমপ্লায়েন্সের বিধানাবলী পুংখানুপুংখরূপে নিশ্চিতকল্পে সকল ব্যবস্থা গ্রহন করিতে বাধ্য থাকিবে। ১ম পক্ষকে নিরাপত্তা সংক্রান্ত এবং কোম্পানীর আচরণবিধি ও আইনগত বিধিমালাসমূহ এবং সোস্যাল কমপ্লায়েন্স সম্পর্কিত সকল নীতিমালা দ্বিতীয় পক্ষ এতদ্বসংগে প্রেরণ করিল।
  • ব্যক্তিগত নিরাপত্তা 

  • প্রবেশাধিকার সংরক্ষণ
    চুক্তি

  • পদ্ধতিগত নিরাপত্তা 

  • গুদামজাতকরন এবং বিতরণ 

  • সিকিউরিটি ট্রেনিং এবং ভয়ভীতি সম্পর্কে সচেতনতা 

  • বস্তুগত নিরাপত্তা 

চলমান পাতা-২


১. প্রযুক্তি সম্পর্কিত নিরাপত্তা
২. শিপমেন্ট নিয়ন্ত্রন
৩. কভার্ড ভ্যান/ ট্রাকের নিরাপত্তা
৪. কোম্পানীর বিধিবিধান ও আচরণবিধি

৫. নৈতিকমান, নিরাপত্তা এবং কারীগরী চাহিদা মানিয়া চলা


চুক্তির মেয়াদ ঃ এই চুক্তিপত্র চুক্তি স্বাক্ষরের তারিখ হইতে আগামী ৫ বৎসর মেয়াদ পর্যন্ত বলবৎ থাকবে। ন্যূনতম এক মাসের নোটিশে উভয় পক্ষ পরস্পর সম্মতিক্রমে এই চুক্তি বাতিল করিতে পারিবেন।

১ম পক্ষঃ

রফকিুল সার্ভিসেস লিঃ এর পক্ষ হতে উক্ত নিরাপত্তামূলক ব্যবস্থা, কোম্পানীর আচরণবিধি ও আইনগত বিধিমালা, সোস্যাল কমপ্লায়েন্সের নিয়মাবলী এবং টেকনিক্যাল কমপ্লায়েন্সের বিধানাবলী সংক্রান্ত যাবতীয় নিয়মাবলী পড়িয়া বুঝিয়া লইলাম। আমার কোম্পানী উল্লেখিত বিষয়সমূহ নিশ্চিতপূর্বক সকল কার্যক্রম সম্পন্ন করিবে।


নাম ঃ -------------------------------

স্বাক্ষর ঃ -----------------------------

তারিখ ঃ -----------------------------



২য় পক্ষঃ

নাম ঃ -------------------------------

স্বাক্ষর ঃ -----------------------------

তারিখ ঃ -----------------------------


নতুননিয়োগকৃত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদেরপরিচিতিমূলকক্লাশ

ক্লাশ বিষয়বস্তু সময় প্রশিক্ষকেরনাম

১ম ক্লাশ


ফ্যাক্টরীরনিয়ম-কানুন ১। উৎপাদনবৃদ্ধিতে শ্রমিকেরকরণীয়।

২। ব্যাবিলনগ্রুপেরনিয়মকানুনসমূহ ও সুযোগসুবিধাএবংনিয়োগপ্রক্রিয়া।

৩। নিয়মনীতি ২০০৬ এরসংশোধিতআইন, কাজেরসময়সীমা, অতিরিক্ত কাজেরহার, পে স্লিপ, বেতন, বোনাস।

৪। ছুটিরসুবিধা, অর্জিতছুটিরপাওনাদি।

৫। কাজেঅমনোযোগীতা ও ভুলএবং শৃঙ্খলা পদক্ষেপ।

৬। নিয়োগপত্র।

সকাল

১০:০০-১১:০০ ১। সিনিয়রম্যানেজার, এইচ আর এন্ড কমপ্লায়েন্স।

২।ওয়েলফেয়ারঅফিসার

৩। সিনিয়রঅফিসার, ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট

২য় ক্লাশ


স্বাস্থ্য ও নিরাপত্তা ১। অগ্নিদুর্ঘটনায়করণীয়।

২। আগুনকি, আগুন কত প্রকার?

৩। আগুনলাগারকারণ।

৪। প্রাথমিকঅবস্থায়অগ্নিনির্বাপনেরউপায়।

৫। কাপড়/শরীরেআগুনলাগলেকরণীয়।

৬। ফায়ারএক্সটিংগুইশারএরব্যবহার

৭। অগ্নিসংকেত(ঋরৎব অষধৎস)বাজলেকরণীয়।

৮। অন্যান্য অগ্নিনির্বাপনসরঞ্জামাদীরব্যবহার।

৯। আইলসমার্ক ও রাস্তারব্যবহার

১০। বিভিন্ন স্থানেবিভিন্নচিহ্নেরব্যবহার

১১। প্রাথমিকচিকিৎসারবাক্স।

১২। বিভিন্ন মেশিনেরনাম ও ব্যবহারএবং এতে ব্যক্তিগত নিরাপত্তারসরঞ্জামেরব্যবহার।

১৩। কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা।

সকাল

১১:০০-১২:০০ ১। ফায়ার সেফটিঅফিসার।

২। এক্সিকিউটিভ, এইচ আর এন্ড কমপ্লায়েন্স

৩। ওয়েলফেয়ারঅফিসার

৪। সিনিয়রঅফিসার, ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট

৩য় ক্লাশ


ব্যাক্তি এবং বস্তু নিরাপত্তা ১। ব্যক্তি, বস্তু ও তথ্যেরনিরাপত্তা।


২। শ্রমিককর্মচারীরব্যকগ্রাউন্ড চেক।

৩। আইডিকার্ডেরব্যবহার। অনুনমোদিত ব্যক্তির অনুপ্রবেশপ্রতিরোধ।

৪। কার্গোহ্যান্ডেলিং, প্রোডাক্ট ইনট্রিগ্রিটি, টেম্পারিং/টেম্পারড গুডস

৫। ফ্যাক্টরীতে দাঙ্গা-হাঙ্গামা, বিশৃঙ্খলাআচরণ থেকে বিরত থাকা।

৬। আভ্যন্তরীনষড়যন্ত্র ও থ্রেড অ্যাওয়ারনেস।

৭। সন্দেহজনক কোনকিছুঘটলেতাররিপোর্ট প্রদানপন্থা ও ইনসেনটিভপ্রদান।

 দুপুর১২.০০-১.০০
১। সিনিয়রম্যানেজার, এইচ আর এন্ড কমপ্লায়েন্স

২। এক্সিকিউটিভ, সিকিউরিটি

৩। ওয়েলফেয়ারঅফিসার

৪। সিনিয়রঅফিসার, ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট


৪র্থ ক্লাশ


ওয়েলফেয়ার
 ১। আচার-ব্যবহার, বিধি-নিষেধ, অপরাধ-অপচয়।

২। চিকিৎসাসুবিধা, চিকিৎসারবাক্স।

৩। গর্ভবর্তী শ্রমিকেরসুবিধা, শিশুযতœকেন্দ্র, ট্রেনিং সেন্টার, ডাইনিং/ক্যান্টিন।

৪। গ্রুপবীমারসুবিধা।

৫।ফ্যাক্টরীতেবায়ারেরভূমিকাএবংশ্রমিকেরকরণীয়।

৬।অভিযোগনিষ্পত্তিকমিটিরকার্যকারিতা।

৭। আর্গোনমিক্স এ্যাওয়ারনেস।

৮। কেমিক্যাল সেফটি।

৯। শৃঙ্খলানীতিমালা।

১০। ইমার্জেন্সী রেসপন্স।

১১। টার্মিনেশনপলিসি।

দুপুর১:০০-২:০০

 ১। মেডিকেলঅফিসার।

২। মেডিকেলসহকারী।

৩। ওয়েলফেয়ারঅফিসার

৪। সিনিয়রঅফিসার, ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট

৫। এইচ আরইনচার্জ

Share :

Facebook Twitter Google+
0 Komentar untuk "চুক্তির শর্তাবলী "

Back To Top