নিয়মিত ভিজিট করলে চাকুরিই আপনাকে খুঁজে নিবে

Blogger দ্বারা পরিচালিত.

কারিগরি কমিটির কার্যপরিধি


কারিগরি কমিটির কার্যপরিধি 

প্রচার শাখা কারিগরি কমিটির সাচিবিক সহায়তা প্রদান করবে।
 কার্যপরিধি
  •  জাতীয় দৈনিক/অধিদপ্তরের ওয়েবসাইটে মনোনয়ন/আবেদনপত্র আহবান করে বিজ্ঞপ্তি প্রকাশ।
  •  নির্ধারিত মূল্যায়পত্র অনুসরণ করে আবেদনসমূহ মূল্যায়নের উদ্যোগ গ্রহণ করবে।
  •  বিভাগীয় কমিটি থেকে প্রাপ্ত আবেদনপত্রসমূহ যাচাই/বাছাই এবং প্রয়োজনে সরেজমিন পরিদর্শনপূর্বক প্রতি ক্যাটাগরিতে সর্বোচ্চ ৩টি আবেদনের জাতীয় কমিটিতে সুপারিশ প্রেরণ করবে


জাতীয় কমিটি :

  1.  মাননীয় মন্ত্রী, পরিবেশ ও বন মন্ত্রণালয় - আহবায়ক
  2.  মাননীয় উপ-মন্ত্রী, পরিবেশ ও বন মন্ত্রণালয় - সদস্য 
  3.  সচিব, পরিবেশ ও বন মন্ত্রণালয় - সদস্য
  4. সচিব, কৃষি মন্ত্রণালয় - সদস্য
  5. সচিব, বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ - সদস্য
  6.  সচিব, পানিসম্পদ মন্ত্রণালয় - সদস্য
  7. সচিব, স্থানীয় সরকার বিভাগ - সদস্য
  8.  সচিব, ত্রাণ ও দুর্যোগ ব্যব¯হাপনা বিভাগ - সদস্য
  9.  সচিব, শিল্প মন্ত্রণালয় - সদস্য
  10.  সচিব, জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগ - সদস্য
  11.  প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধি (মহাপরিচালক পর্যায়ের নিচে নয়) - সদস্য
  12. মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তর - সদস্য
  13.  প্রধান বন সংরক্ষক, বন অধিদপ্তর - সদস্য
  14. প্রধান প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর - সদস্য
  15. প্রধান প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর - সদস্য
  16. পরিচালক, বাংলাদেশ ন্যাশনাল হার্বেরিয়াম - সদস্য
  17.  ডীন, বিজ্ঞান অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় - সদস্য
  18.  ডীন, জীব বিজ্ঞান অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় - সদস্য
  19. কান্ট্রি রিপ্রেজেনটেটিভ, আইইউসিএন - সদস্য
  20.  সভাপতি, বাংলাদেশ উন্নয়ন পরিষদ - সদস্য
  21.  সভাপতি/সাধারণ সম্পাদক, জাতীয় প্রেস ক্লাব - সদস্য
  22. পরিবেশ ও বন মন্ত্রণালয় কর্তৃক মনোনীত একজন সাংবাদিক - সদস্য
  23.  যুগ্ম-সচিব/অতিরিক্ত সচিব (পরিবেশ), পরিবেশ ও বন মন্ত্রণালয় - সদস্য সচিব

কমিটির কার্যপরিধি :

  •  উপ-সচিব (পরিবেশ-২) কমিটির সাচিবিক সহায়তা প্রদান করবে।
  •  কারিগরি কমিটির সুপারিশ মূল্যায়নপূর্বক চূড়ান্ত মনোনয়ন নির্ধারণ করবে।
৩. কার্যসূচী ও পদ্ধতি

ক) পলসিি বাস্তবায়ন করার পদ্ধতি

পলসিি বাস্তবায়নরে দায়ত্বি সাব কনট্রাক্ট পলসিি বাস্তবায়নে নম্নিোক্ত ব্যক্তগিণ দায়ত্ত্বি পালন করবনে-
  •  প্লানং ম্যানজোর
  •  প্রোডাকশন ইনর্চাজ এবং কোয়ালটিি ইনর্চাজ
  •  কমপ্লায়ন্সে ইনর্চাজ
  •  র্মাচন্ডোইজং ম্যানজোর
  •  ডাইরক্টের
  •  ক্রতোর প্রতনিধিি র্মাচন্ডোইজার

র্কাযধারা নর্ধিারণ
সাব কনট্রাক্ট অনবর্িায প্রয়োজন হলে প্লানং ম্যানজোর প্রয়োজনীয় অনুমোদন সাপক্ষেে বায়ার নর্ধিারতি বধিি আইনানুগ র্পযবক্ষেন করে সাব কন্ট্রাক্ট বাস্তবায়ন করা হবে ।


র্কমসূচী বাস্তবায়নরে সময় অনবর্িায প্রয়োজনে সাব কন্ট্রাক্ট কাজরে প্রয়োজন হলে নীতমিালা অনুযায়ী বাস্তবায়ন করা হব।দায়ত্ত্বি প্রাপ্ত ব্যাক্তগিণ সাব কন্ট্রাক্ট এর প্রয়োজনীয়তা উপলদ্ধি করে প্রয়োজনীয় সময় নর্ধিারণ করবনে এবং নর্ধিারতি সময়রে মধ্যইে সাব কন্টাকন্টাক্ট কাজ বাস্তবায়ন করবন

র্কমসূচী বাস্তবায়ন পদ্ধতি পদ্ধতঃ

কোন অনবর্িায কারনে (টি এন এ,রাজনতৈকি বশিৃংখলা,শ্রমকি অসন্তোষ ইত্যাদ) সাব কনট্রাক্ট কাজরে প্রয়োজনে প্লানংি ম্যানজোর পরচিালকরে প্রাথমকি অনুমোদন গ্রহণ করবনে ।
প্লানংি ম্যানজোর প্রোডাকশন ইনর্চাজ কে সাব কনট্রাক্টরে পরমিান, সময়সীমা নর্ধিারনরে অনুরোধ জানাবনে এবং কোয়ালটিি ইনর্চাজ সাব কনট্রাক্ট কৃত প্রোডাক্টরে গুনগত মান নশ্চিতি করার জন্য প্রয়োজনীয় জনবল নশ্চিতি করবনে ।
প্রোডাকশন ইনর্চাজ সাব কনট্রাক্ট কাজরে ভলউিম এবং সময়সীমা নর্ধিারণ করবনে ।
কোয়ালটিি ইনর্চাজ সাব কন্ট্রাক্ট কৃত প্রোডাক্টরে গুনগত মান নশ্চিতি করার জন্য প্রয়োজনীয় কৌশল নর্ধিারণ এবং জনবল পরচিালনা করবনে ।
প্রস্তাবতি সাব কনট্রাক্ট ফ্যাক্টররি সোস্যাল কমপ্লায়ন্সে স্ট্যার্ন্ডাড এবং কোয়ালটিি স্ট্যার্ন্ডাড র্পযবক্ষেনরে জন্য কমপ্লায়ন্সে ইনর্চাজ একটি দক্ষ অডটি টমি একটি সমন্বতি চকেলস্টি অনুসরণ করে ফ্যাক্টরি অডটি করবনে এবং অডটি প্রতবিদেন পশে করবনে। কমপ্লায়ন্সে ইনর্চাজ অডটি রজোল্ট উল্লখের্পুবক উক্ত প্রতবিদেন র্মাচন্ডোইজংি ম্যানজোরকে প্রদান করবনে।
  •  প্রোডাকশন ম্যানজোর কত্তৃক প্রস্তাবতি প্রোডাকশন পরকিল্পনা,র্পযালোচনা এবং পরার্মশ/সুপারশি
  •  কোয়ালটিি ইনর্চাজ কত্তৃক প্রস্তাবতি কোয়ালটিি পরকিল্পনা,র্পযালোচনা এবং পরার্মশ/সুপারশি
  •  কমপ্লায়ন্সে অডটি রজোল্ট র্পযালোচনা এবং পরার্মশ/সুপারশি
  •  নর্বিাচতি সাবকনট্রাক্টরে সাথে মূল্য, শডিউিল, কোয়ালটিি এবং অন্যান্য বষিয়রে ববিচেনায়
  • একটি বস্তিারতি চুক্তপিত্র তরৈী করা
  •  পোটনেশয়িাল সাব কনট্রাক্টর নর্ধিারন।
  •  চূড়ান্ত অনুমোদন

পলসিি বাস্তবায়নরে কারণ নয়িমতান্ত্রকি উপায়ে সাব কন্ট্রাক্ট র্কাযক্রম নশ্চিতি করা।
খ) যোগাযোগ কার্যসূচী
পলসিি যোগাযোগরে দায়ত্বি র্মাচন্ডোইজংি ইনর্চাজ

Share :

Facebook Twitter Google+
0 Komentar untuk "কারিগরি কমিটির কার্যপরিধি "

Back To Top