নিয়মিত ভিজিট করলে চাকুরিই আপনাকে খুঁজে নিবে

Blogger দ্বারা পরিচালিত.

শ্রমিক অংশগ্রহনকারী কমিটি নীতিমালা

শ্রমিক অংশগ্রহনকারী কমিটি নীতিমালা
কমিটি নীতিমালা


বাংলাদেশ শ্রম আইণের ধারা ২০৫ মোতাবেক পোশাক শিল্প-কারখানায় একটি মালিক ও শ্রমিক প্রতিনিধির সমন্বয় অংশগ্রহণকারী কমিটি থাকা আবশ্যক। ইহা মালিক-শ্রমিক উভয়ের স্বার্থ রক্ষা করতে এবং সম্পর্ক উন্নয়নে অবদান রাখবে। যাহা মালিক বিধি দ্বারা নির্ধারিত পন্থায় তাহার প্রতিষ্ঠানে একটি অংশগ্রহণকারী কমিটি গঠন করবেন।

 কমিটি  গঠন প্রণালী :

অংশগ্রহনকারী কমিটি শ্রম আইন ২০০৬ এর ২০৫ ধারা অনুযায়ী মালিক বিধি দ্বারা  লিখিত পন্থায় গঠন করিবেন।
১. উক্ত কমিটি মালিক ও শ্রমিকগনের প্রতিনিধির সমন্বয গঠিত হইবে।
২. এই কমিটিতে  শ্রমিকগনের প্রতিনিধির সংখ্যা মালিকের প্রতিনিধির সংখ্যার কম হইবে না।
৩. শ্রমিকগনের প্রতিনিধির কর্মরত শ্রমিকদের মধ্য থেকে মনোনিত হইবেন।
যদি একাধিক ইউনিট থাকে, সেক্ষেত্রে ইউনিটের প্রতিনিধির সমন্বয় উক্ত কমিটি গঠিত হইবে

অংশগ্রহনকারী কমিটির সভার বিবরনী

সভার শুরুতে সভাপতি অংশগ্রহনকারী কমিটির নির্বাচনে বিজয়ী সকল সদস্যদের অভিনন্দন জানান এবং উপস্তিত সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করে সভার কাজ আরাম্ভ করেন। পরিচালক মহোদয় সভায় উপস্তিত ব্যবস্থাপনা প্রতিনিধি এবং শ্রমিক প্রতিনিধিদের সম¤œয়ে একটি পুর্নাঙ্গ কমিটি গঠনের জন্য সকলকে উদ্দ্যেগী হয়ে আলোচনা করা এবং সভাপতি ও সহ-সভাপতি পদের জন্য প্রস্তাব করার অনুরোধ করেন।

পরিচালক মহোদয় এর অনুরোধক্রমে জনাব, রকবিুল, জেনারেল ম্যানেজার কমিটির সভাপতি হিসাবে জনাব রকবিুল, পরিচালক এর নাম প্রস্তাব করেন এবং উপস্তিত সকলে উক্ত প্রস্তাবকে সম্মতি জ্ঞাপন করেন।

অতঃপর সভা পরিচালক নব নির্বাচিত শ্রমিক প্রতিনিধিদের মধ্য থেকে সহ-সভাপতি মনোনয়নের প্রস্তাবের অনুরোধ করেন। জনাব, মোঃরবনি মিয়া, কমিটির সহ-সভাপতি হিসাবে জনাব, মোঃ রকবল, এর নাম প্রস্তাব করেন এবং উপস্তিত সকলে উক্ত প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করেন।

সকলের আলোচনা ও প্রস্তবনার ভিত্তিতে সর্বসম্মতি ক্রমে নি¤েœাক্ত ব্যবস্থাপনা প্রতিনিধি এবং নির্বাচিত সদস্যদের সমম্বয়ে আংশগ্রহনকারী কমিটি গঠন করা হয়।

ক্রমিকনাম কারখানার পদবী সেকশন কমিটিতে অবস্থান

১ জনাব রকবিুল পরিচালক সভাপতি

২ জনাব মোঃ মাহাবুব হাসান জেনারেল ম্যানেজার প্রডাকশন সদস্য

৩ জনাব নিশীথ সাহা ম্যানেজার এ্যাডমিন সদস্য

৪ জনাব সোনা মিয়া (শামীম) অফিসার এ্যাডমিন সদস্য

৫ জনাবা মরিয়োম আক্তার কল্যান কর্মকর্তা এ্যাডমিন সদস্য সচিব

৬ মোঃ ইব্রাহীম মিয়া কোয়ালিটি ইন্সেপেক্টর সুইং সহ-সভাপতি

৭ মোঃ রাজু মিয়া জুনি: কাটার ম্যান কাটিং সদস্য

৮ মোসাঃ সেলিনা আক্তার ফোল্ডিং ওম্যান ফিনিশিং সদস্য

৯ মোঃ বিপুল মিয়া সুইং অপারেটর সুইং সদস্য

১০ মোসাঃ জনি আক্তার সুইং অপারেটর সুইং সদস্য

১১ মোসাঃ ফরিদা বেগম সুইং অপারেটর সুইং সদস্য

জনাব মোঃ রকবিুল হিসাবে মনোনিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানান এবং তার উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন। সদস্য সচিব জনাবা, মরিয়োম আক্তার তার বক্তব্যে বলেন, যারা নির্বাচিত হয়ে এসেছেন তাদের প্রতি অনুরোধ, সাধারন শ্রমিক ভাই- বোন আপনাদের নির্বাচিত করেছেন তাদের সুবিধা অসুবিধার কথা আলোচনা করার জন্য। তাই প্রতিটি নির্বাচিত সদস্যের উচিত সাধারন শ্রমিক ভাই - বোনের যে আস্থা তাদের উপর রেখেছেন সেই আস্থার যথাযথ মুল্যায়ন করা।

আংশগ্রহনকারী কমিটির নামের তালিকা

ক্রমিক নং     নাম কারখানার      পদবী সেকশন     কমিটিতে অবস্থান স্বাক্ষর

  • জনাব রকবিুল পরিচালক সভাপতি 
  •  জনাব মোঃ মাহাবুব হাসান জেনারেল ম্যানেজার প্রডাকশন সদস্য 
  •  জনাব নিশীথ সাহা ম্যানেজার এ্যাডমিন সদস্য 
  •  জনাব সোনা মিয়া (শামীম) অফিসার এ্যাডমিন সদস্য 
  •  জনাবা মরিয়োম আক্তার কল্যান কর্মকর্তা এ্যাডমিন সদস্য সচিব 
  •  মোঃ ইব্রাহীম মিয়া কোয়ালিটি ইন্সেপেক্টর সুইং কোয়ালিটি সহ-সভাপতি 
  •  মোঃ রাজু মিয়া জুনি: কাটার ম্যান কাটিং সদস্য 
  •  মোসাঃ সেলিনা আক্তার ফোল্ডিং ওম্যান ফিনিশিং সদস্য 
  •  মোঃ বিপুল মিয়া সুইং অপারেটর সুইং সদস্য 
  •  মোসাঃ জনি আক্তার সুইং অপারেটর সুইং সদস্য 
  •  মোসাঃ ফরিদা বেগম সুইং অপারেটর সুইং সদস্য 

Share :

Facebook Twitter Google+
0 Komentar untuk "শ্রমিক অংশগ্রহনকারী কমিটি নীতিমালা"

Back To Top