নিয়মিত ভিজিট করলে চাকুরিই আপনাকে খুঁজে নিবে

Blogger দ্বারা পরিচালিত.

কোটেস্টে ইনফরমশেন গ্রুপ অঙ্গীকার নীতিমালা




কোটেস্টে ইনফরমশেন গ্রুপ  অঙ্গীকার নীতিমালা 
 অঙ্গীকার নীতিমালা



ধ) কোম্পানী পলসিি ঘোষনা/অঙ্গীকার 

কোটেস্টে ইনফরমশেন গ্রুপ র্কতৃপক্ষরে আওতাভুক্ত কোন প্রতষ্ঠিানরে পক্ষ থকেে সাব কন্ট্রাক্ট কাজরে অনবর্িায প্রয়োজনে সুনর্দিষ্টি নীতমিালা অনুসরণ করবে । এই লক্ষ্যে প্রণীত সাব-কন্ট্রাক্ট পলসিি বাস্তবায়নে ব্যাবলিন র্কতৃপক্ষ বদ্ধপরকির ।

ন) সূত্র  

অত্র নীতমিালা বাংলাদশে শ্রম আইন ২০০৬, আই এল ও কনভনেশন এবং কোটেস্টে ইনফরমশেন  সম্মানতি গ্রাহকবৃন্দরে আচরনবধিি ববিচেনা র্পুবক গৃহীত হলো।

প) উদ্দশ্যে 

 স্থানীয় শ্রম আইন, আর্ন্তজাতকি শ্রম সংঘ এবং ক্রতোগনরে আচরনবধিী র্কতৃক স্বীকৃত পদ্ধততিে সাব কনট্রাক্ট কাজ (যদি প্রয়োজন হয়) নশ্চিতি করা।

যে কোনো সুবিধাজনক সময়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পরিবেশ পদক প্রদান করা হবে।

 কোনো ব্যক্তি/প্রতিষ্ঠান নিজে/তার পক্ষে কেউ পরিবেশ আইন লংঘন, পরিবেশ বিরোধী অথবা অনৈতিক কর্মে জড়িত থাকলে তার আবেদন/মনোনয়ন বিবেচিত হবে না।

৪। প্রার্থী বাছাইয়ে বিবেচ্য :

ক্রমিক (ক্যাটাগরি ক্রমিক অনুসরণে) ক্যাটাগরি প্রার্থী বাছাইয়ে বিবেচ্যসূচক

  • ব্যক্তিগত পর্যায়ে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ
  •  দেশের পরিবেশ উন্নয়নে উল্লেখযোগ্য অবদান
  •  পরিবেশগত মান উন্নয়নে কর্মসূচি গ্রহণ ও সহায়তা প্রদান
  •  দূষণ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অবদান
  • দূষণ নিয়ন্ত্রণে কর্মসূচি গ্রহণ ও সহায়তা প্রদান
  •  পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে দৃষ্টান্ত স্থাপন
  • জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক অর্জন
  •  ব্যক্তিগত পর্যায়ে পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার
  •  পরিবেশ বিষয়ক সচেতনতা সৃষ্টিতে উল্লেখযোগ্য অবদান
  •  পরিবেশ বিষয়ক সচেতনতা সৃষ্টিতে দৃষ্টান্ত স্থাপন
  •  পরিবেশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও প্রকাশ
  •  পরিবেশ বিষয়ক প্রকাশিত মৌলিক প্রবন্ধ/গ্রন্থ/পত্রিকা/ সাময়িকী
  • পরিবেশ বিষয়ক শিক্ষা সম্প্রসারণে উল্লেখযোগ্য অর্জন
  • ব্যক্তিগত পর্যায়ে পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন
  •  পরিবেশগত সমস্যা সমাধানে প্রযুক্তি উদ্ভাবন
  •  উদ্ভাবিত প্রযুক্তির কার্যকারিতা, সহজলভ্যতা, স্বল্প ব্যয় সাপেক্ষতা এবং স্থায়ীত্ব
  •  পরিবেশ গবেষণামূলক মৌলিক প্রকাশনা
  • পরিবেশবান্ধব উন্নত জাত/পদ্ধতির উদ্ভাবন
  •  প্রাতিষ্ঠানিক পর্যায়ে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ
  •  দেশের পরিবেশ উন্নয়নে উল্লেখযোগ্য অবদান
  • পরিবেশগত মান উন্নয়নে কর্মসূচি গ্রহণ ও সহায়তা প্রদান
  • দূষণ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অবদান
  •  দূষণ নিয়ন্ত্রণে কর্মসূচি গ্রহণ ও সহায়তা প্রদান
  • পরিবেশ আইন প্রতিপালনে উল্লেখযোগ্য উদ্যোগ ও অবদান
  • পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে দৃষ্টান্ত স্থাপন
  • জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক অর্জন
  • প্রাতিষ্ঠানিক পর্যায়ে পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার
  • পরিবেশ বিষয়ক সচেতনতা সৃষ্টিতে উল্লেখযোগ্য অবদান 
  • পরিবেশ বিষয়ক সচেতনতা সৃষ্টিতে দৃষ্টান্ত স্থাপন
  • পরিবেশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও প্রকাশ
  • পরিবেশ বিষয়ক প্রকাশিত মৌলিক প্রবন্ধ/গ্রন্থ/পত্রিকা/ সাময়িকী
  • পরিবেশ বিষয়ক শিক্ষা সম্প্রসারণে উল্লেখযোগ্য অর্জন 
  •  প্রাতিষ্ঠানিক পর্যায়ে পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন ক্স পরিবেশগত সমস্যা সমাধানে প্রযুক্তি উদ্ভাবন
  • পরিবেশ গবেষণামূলক মৌলিক প্রকাশনা
  • পরিবেশবান্ধব উন্নত জাত/পদ্ধতির উদ্ভা

৫। মনোনয়ন/আবেদনপত্র প্রক্রিয়াকরণের পদ্ধতি ও সময়সূচি :

কার্যক্রম পদ্ধতি সময়

মনোনয়ন/আবেদনপত্র আহবান প্রিন্ট মিডিয়া/ওয়েবসাইট ১৫ নভেম্বরের মধ্যে

সংশ্লি¬ষ্ট জেলা/মহানগর/বিভাগীয় কার্যালয়ে মনোনয়ন/আবেদনপত্র গ্রহণ ডাক/কুরিয়ার সার্ভিস/ব্যক্তিগতভাবে ৩১ জানুয়ারির মধ্যে অফিস চলাকালীন যে কোনো সময়

বিভাগীয় কমিটির মনোনয়ন/সুপারিশ প্রেরণ
 (ক) বিভাগীয় কমিটি সরেজমিন পরিদর্শন ও যাচাই বাছাই করে সুপারিশসমূহ মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বাধীন কারিগরি কমিটি বরাবর প্রেরণ করবে ২৫ ফেব্র“য়ারির মধ্যে

(খ) বিভাগীয় কমিটি প্রতি ক্যাটাগরিতে সর্বোচ্চ ৩ (তিন)টি আবেদন সুপারিশ করে কারিগরি কমিটির নিকট প্রেরণ করবে

জাতীয় কমিটি বরাবর মনোনয়ন/সুপারিশ প্রেরণ কারিগরি কমিটি আবেদনগুলো যাচাইপূর্বক প্রতি ক্যাটাগরিতে সর্বোচ্চ ৩ (তিন)টি আবেদনের সুপারিশ জাতীয় কমিটির নিকট প্রেরণ করবে ১৫ মার্চের মধ্যে

জাতীয় পরিবেশ পদকের জন্য ব্যক্তি/প্রতিষ্ঠানের তালিকা চূড়ান্তকরণ জাতীয় কমিটি প্রাপ্ত মনোনয়ন পুংখানুপুংখভাবে যাচাই-বাছাই করে পদকের জন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের তালিকা/নাম চূড়ান্ত করবে ৩১ মার্চের মধ্যে

৬। বিভিন্ন কমিটির গঠন কাঠামো :

 বিভাগীয় কমিটি :

  •  বিভাগীয় কমিশনার - আহবায়ক
  •  জেলা প্রশাসক (সকল) - সদস্য
  •  বন অধিদপ্তরের প্রতিনিধি (বিভাগীয় বন কর্মকর্তার নিচে নয়) - সদস্য
  •  স্থানীয় বিশ¡বিদ্যালয়সমূহের সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক প্রতিনিধি (একজন) - সদস্য
  • কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধি (উপ-পরিচালক পর্যায়ের নিচে নয়) - সদস্য
  •  স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি (নির্বাহী প্রকৌশলীর নিচে নয়) - সদস্য 
  • প্রধান নির্বাহী কর্মকর্তা, সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন - সদস্য
  •  প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি (উপ-পরিচালক পর্যায়ের নিচে নয়) - সদস্য 
  •  মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি (উপ-পরিচালক পর্যায়ের নিচে নয়) - সদস্য
  •  সভাপতি কর্তৃক মনোনীত দুইজন বেসরকারী ব্যক্তি - সদস্য
  •  পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট বিভাগীয় কার্যালয়ের পরিচালক/পরিচালক, অঞ্চল (প্রযোজ্য ক্ষেত্রে) -সদস্য সচিব

কমিটির কার্যপরিধি :

  •  সংশ্লিষ্ট বিভাগীয়/অঞ্চল অফিস কমিটির সাচিবিক সহায়তা প্রদান করবে।
  • সংশ্লিষ্ট বিভাগীয়/অঞ্চল অফিস সংশ্লিষ্ট এলাকায় জাতীয় পরিবেশ পদকের বিজ্ঞপ্তি প্রচার করবে। সংশ্লিষ্ট 
  • বিভাগীয়/অঞ্চল অফিস সংশ্লিষ্ট এলাকায় উপযুক্ত ব্যক্তি/প্রতিষ্ঠান খুঁজে বের করবে।
  •  সংশ্লিষ্ট বিভাগীয়/অঞ্চল অফিস নির্ধারিত আবেদনফর্মে আবেদনপত্র গ্রহণ করবে।
  •  সংশ্লিষ্ট বিভাগীয়/অঞ্চল অফিস নির্ধারিত মূল্যায়পত্র অনুসরণ করে আবেদনসমূহ মূল্যায়নের উদ্যোগ গ্রহণ করবে।
  •  সরেজমিন পরিদর্শন ও যাচাই বাছাই করে সুপারিশসমূহ মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বাধীন কারিগরি কমিটি বরাবর প্রেরণ করবে।
  • প্রতি ক্যাটাগরিতে সর্বোচ্চ ৩ (তিন)টি আবেদন সুপারিশ করে আবেদনপত্র ও মূল্যায়নপত্রের সফটকপিসহ কারিগরি কমিটির নিকট প্রেরণ করবে।

Share :

Facebook Twitter Google+
0 Komentar untuk " কোটেস্টে ইনফরমশেন গ্রুপ অঙ্গীকার নীতিমালা "

Back To Top